সবচেয়ে কম সময়ে অনলাইন থেকে আয় করার উপায় ?
বর্তমান সময়ে সবচেয়ে জনপ্রিয় অনলাইনে আয় করার জায়গাটি হলো ডিজিটাল মার্কেটিং। যেখান থেকে আমরা খুব সহজে খুব দ্রুত সময়ে আয়ের একটি উৎস গড়ে তুলতে পারি। ডিজিটাল মার্কেটিং এর মধ্যে আবার অনেকগুলো ধাপ রয়েছে। যার মধ্যে একটি নিয়ে থাকবে আজকের আলোচনা।
আমরা সবাই হয়তো “ব্লগ” এই নামটা শুনেছি। ব্লগ অনেক ক্ষেত্রে অনেক রকম হয়ে থাকে। তবে ডিজিটাল মার্কেটিং এর ব্লগটা একটু অন্যরকম। যা আমাদের আজকের আলোচনার মূল বিষয়।
ব্লগ কী ?
ব্লগ হলো ওয়েবব্লগ এর একটি সংক্ষিপ্ত রূপ।
আর যিনি ব্লগে পোষ্ট করেন তাকেই ব্লগার বলা হয়ে থাকে।
কোথায়/কিভাবে ব্লগ পোষ্ট করে ইনকাম করা যায় ?
গুগল ব্লগারদের জন্য একদম ফ্রী একটি ওয়েবসাইট তৈরি করে দেয়। আমরা গুগল ব্রাউজার ওপেন করে blogger.com লিখে সার্চ দিলে একটি ওয়েবসাইটে প্রবেশ করাবে। সেখানে আমরা একাউন্ট খুলে বিভিন্ন ব্লগ পোষ্ট করতে পারবো।
বিঃদ্র :
এছাড়াও আপনারা চাইলে ওয়ার্ডপ্রেস এর মাধ্যমেও ব্লগিং করতে পারেন। তবে ওয়ার্ডপ্রেস এর জন্য আলাদাভাবে ডোমেইন ও হোস্টং ক্র করা বাধ্যতামূলক, নয়তো সেখানে কোন পোষ্ট করতে পারবেন না।
ব্লগ করার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো নিস নির্বাচন করা।
নিস কী ?
নিস হলো ব্লগ পোষ্ট করার জন্য কোন একটি বিষয় মনোনিত করা। আমরা কোন বিষয় নিয়ে ব্লগ লিখবো প্রথমেই আমাদেরকে সেই বিষয়টি খুজে নিতে হবে। সেটা যে কোন বিষয় হতে পারে। যেমনঃ খবর, খেলাধুলা, খাদ্য, কোন স্থানকে নিয়ে বিবরণ, ইত্যাদি।
এভাবে আমরা গুগল ব্লগ পোষ্ট করে খুব সহজেই ইনকাম করতে পারি।
রং-তুলি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন ।
comment url