একজন প্রফেশনাল ব্লগার হতে কি কি প্রয়োজন?

ব্লগিং বর্তমানে একটি জনপ্রিয় ওয়েবসাইট। লক্ষ লক্ষ মানুষ এখানে বিভিন্ন ব্লগ পোষ্ট করে আয় করে থাকে।  একজন প্রফেশনাল ব্লগার হতে গেলে আমাদের কিছু জিনিস এর প্রয়োজন হবে। 

১. ওয়েবসাইট এর জন্য সুন্দর একটি নাম নির্বাচন করা। 

২. নামটি যদি কেউ ব্যাবহার না করে,  তাহলে কোন একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান থেকে নামটি ব্যাবহার এর জন্য অনুমতি কিনে নেওয়া। যাকে আমরা ডোমাইন ক্রয় করা ও বলে থাকি।  

৩. নিস নির্বাচন করা। 

৪. ক্রয়কৃত ডোমেইনটি ব্লগার ওয়েবসাইটে কানেক্ট করা। 

৫. হোস্টিং ক্রয় করা। (যদি আমরা গুগল ব্লগার ওয়েবসাইট ব্যাবহার করি তাহলে গুগল আমাদেরকে ১৫জিবি হোস্টিং ফ্রী দিয়ে থাকে, অন্যথায় যদি আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ব্যাবহার করি আলাদা ভাবে তাহলে আমাদের হোস্টিও ক্রয় করে নিতে হবে)

৬. ওয়েবসাইটটি সুন্দর করে সাজানোর জন্য বিভিন্ন থিম পাওয়া যায়,  সেগুলোর মাধ্যমে ওয়েবসাইটকে সুন্দর রূপ দেওয়া।  চাইলে আবার কেউ কোডিং এর মাধ্যমেও থিম সাজিয়ে নিতে পারবেন।  এছাড়াও বিভিন্ন প্রভাইডার দের কাছ থেকে পেইড থিম ও কিনে নিতে পারেন।

৭. আপনার নিস অনুজায়ী বিভিন্ন পোষ্ট করা। খেয়াল রাখতে হবে যেন অন্যদের করা পোষ্ট এর সাথে একদম মিলে না যায়। তাহলে গুগল কর্তৃপক্ষ আপনার একাউন্টটি বিনা নোটিস এ ও ব্যান করে দিতে পারে। 



বিঃদ্র :

ডোমেইন,হোস্টিং, চাইলে আপনারা নিজেও কিনে নিতে পারবেন। অন্যথায় যদি না পারেন আমাদের থেকেও কিনে নিতে পারবেন। 

এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

রং-তুলি আইটির নীতিমালা মেনে কমেন্ট করুন ।

comment url